মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ৯৭ বোতল ফেনসিডিলসহ লতিফা বেগম (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৩টার দিকে উপজেলার আব্দুল্লাপুর পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে টঙ্গীবাড়ি থানা পুলিশ। এ বিষয়ে থানার ওসি মহিবুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে অভিযান চালানো হয়। এতে লতিফার ঘরের আলমারির ভেতর থেকে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হবে।