জনপ্রশাসনের বৈষম্য দূর করতে প্রতি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তার নেতৃত্ব, কোটামুক্ত মেধাভিত্তিক উপসচিব নিয়োগ এবং আন্তঃক্যাডার সমতা নিশ্চিত করার দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। তারা বলেন, কোটা পদ্ধতি ও একক ক্যাডার নিয়ন্ত্রণ প্রশাসনিক অকার্যকারিতা ও বৈষম্য সৃষ্টি করছে, যা জুলাই বিপ্লবের চেতনারও পরিপন্থী। রমনায় আয়োজিত সেমিনারে বক্তারা জনকল্যাণমূলক, দক্ষ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গঠনের ওপর গুরুত্ব দেন এবং কাগুজে সংস্কারের বদলে বাস্তবায়নযোগ্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
কোটা পদ্ধতি ও একক ক্যাডার নিয়ন্ত্রণ প্রশাসনিক অকার্যকারিতা ও বৈষম্য সৃষ্টি করছে, যা জুলাই বিপ্লবের চেতনারও পরিপন্থী: আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ