গাজীপুর চান্দনা চৌরাস্তার চান্দনা ডাকঘর এখন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়। সাবেক বাসন ইউনিয়ন ভবন যেখানে অনেক দিন ধরে ডাকসেবা চালু ছিল। সেই ভবনটি এখন স্বেচ্ছাসেবক দলের বাসন থানা কার্যালয় করা হয়েছে। বাসন ইউনিয়ন ভবনটি এখন সিটি করপোরেশনের আওতাধীন। সেটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়৷ তবে সেখানে বছরের পর বছর ধরে চান্দনা ডাকঘর-১৭০২ এর কার্যক্রম চলমান রয়েছে। মূল ভবনের বাহিরে পাশের একটি ছোট কক্ষ ডাকঘরের জন্য নির্ধারণ করা হয়েছে। ডানপাশে একটি কক্ষে সাঁটার লাগানো। সেখানে লেখা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কার্যালয়।
গাজীপুরের চান্দনা ডাকঘর এখন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়