Web Analytics

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে সরকার সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান জানিয়েছে। তিনি শনিবার (২৭ ডিসেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রচারণার ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি জানান, ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে এবং সরকার তাদের সব ধরনের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে। উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এবার ভোট দিতে মুখিয়ে আছে এবং তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছার, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে ভোটের গাড়ির উদ্বোধন ও ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের প্রদর্শনী প্রত্যক্ষ করেন।

27 Dec 25 1NOJOR.COM

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য বিশ্বজুড়ে পর্যবেক্ষক আহ্বান

Person of Interest

logo
No data found yet!