শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা রক্ষায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা ও জনমত যাচাই শুরু করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল ঘোষণা করেন, তিন মাসব্যাপী এই জনমত যাচাই প্রক্রিয়ায় অভিভাবক, তরুণ সমাজ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে।
প্রকল্পের আওতায় কয়েকটি পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্কুলগুলোকে ‘ফোন-মুক্ত’ করা, শিক্ষা পরিদর্শক সংস্থা অফস্টেডকে ফোন ব্যবহারের নীতিমালা তদারকির ক্ষমতা দেওয়া, এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এমন অ্যালগরিদম বা ফিচার সরিয়ে নিতে বাধ্য করা যা শিশুদের আসক্তি বাড়ায়। সম্প্রতি আত্মহত্যা করা কিশোরী ব্রায়ানা ঘেরের মা এস্থার ঘের এই নিষেধাজ্ঞার পক্ষে জোরালো দাবি তুলেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের আইন কার্যকর করে।
১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে যুক্তরাজ্যের জনমত যাচাই শুরু