বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল দেশের ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করেছে, যেখানে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নারী নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ১২ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। কমিটিগুলো ছাত্রদল সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু অনুমোদন করেন। এটি ছাত্রদলের দেশব্যাপী সাংগঠনিক সম্প্রসারণের দ্বিতীয় ধাপ।
১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি, নারী নেতৃত্বে অগ্রাধিকার