পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর) দেশে কার্যরত চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষম মনিটরিং ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে। সিরামিক টাইল খাতে উৎপাদন কম দেখিয়ে প্রতিবছর প্রায় ৩০ বিলিয়ন রুপি কর ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এফবিআর চেয়ারম্যান রশিদ লাংগ্রিয়াল সংসদের অর্থবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে সতর্ক করে বলেন, যারা নির্দেশ না মানবে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। চীনা কোম্পানিগুলোর প্রতিনিধিরা ব্যবসায়িক গোপনীয়তা ক্ষতির আশঙ্কা জানালেও সরকার ক্যামেরার সংখ্যা ১৬ থেকে কমিয়ে ৫ করেছে। উৎপাদন পর্যবেক্ষণের মাধ্যমে কর ফাঁকি রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ১৮টি উচ্চ ঝুঁকিপূর্ণ খাতে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে।
কর ফাঁকি রোধে কারখানায় এআই ক্যামেরা বসাতে চীনা কোম্পানিগুলোকে নির্দেশ পাকিস্তানের