এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রশ্নের জবাবে বলেছেন, "হতে পারে ইলেকশনটা যখন হবে তারপর আমি পদ ছেড়ে দেব।" প্রেস সচিব হিসেবে যুক্ত হওয়ার আগে শফিকুল আলম এএফপিতে কাজ করতেন। কোন কাজ বেছে নেবেন, সে বিষয়ে শফিকুল আলম বলেন, "প্রেস সচিবের দায়িত্ব ছাড়ার পর খুব একান্ত ব্যক্তিগত ইচ্ছা বই লেখা। কিন্তু এতে তো সংসার চলে না। সেই চিন্তা করে আমার হয়তো আবার জার্নালিজমে ফিরতে হবে। কেউ বলে রাজনীতিতে আসেন। এতে স্ত্রী সম্মতি দেয়নি।" এই সময় তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতা তুলে ধরেন। বলেন, জার্মানির চ্যান্সেলর নিজ উদ্যোগে প্রধান উপদেষ্টার অ্যাপয়নমেন্ট চেয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি বলে উল্লেখ করে তিনি অর্থনৈতিক সাফল্যের কথা জানান।
রাজনীতিতে আসার ক্ষেত্রে স্ত্রীর সম্মতি নেই, নির্বাচনের পর জার্নালিজমে ফিরে যাওয়ার ইঙ্গিত প্রেস সচিবের