ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি বন্ধে সেনাবাহিনী আকস্মিক অভিযান চালিয়েছে দিনাজপুর রেলস্টেশনে। বিশেষ অভিযান চালিয়ে যাত্রীদের ট্রেনের টিকেট নিয়ে কোন হয়রানি, কালোবাজারি ও খপ্পরে কেউ পড়েছে কি না, খোঁজখবর নেন। এ সময় ক্যাপ্টেন তানজীদ আহমেদ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জনগণের স্বার্থ শান্তি রক্ষায় যেকোনো সময় সেনাবাহিনী পাশে থাকবে।