ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে। এতে দেশের সব প্রতিষ্ঠানে পূর্ণবেতনে ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার অঙ্গীকার করা হয়েছে। ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক এই ঘোষণাটি শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ইশতেহারটি ১২টি অধ্যায়ে বিভক্ত করে বিভিন্ন খাতের কৌশল ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে বলা হয়েছে, প্রসবকালীন জটিলতার ক্ষেত্রে অতিরিক্ত ছুটির ব্যবস্থা থাকবে। সরকারি কর্মক্ষেত্রে নারীদের জন্য প্রতি মাসে এক দিন অর্ধবেতনে ঐচ্ছিক ‘পিরিয়ড লিভ’ চালুর প্রস্তাব করা হয়েছে, যা পরবর্তীতে সব কর্মক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে এবং বেসরকারি খাতে সরকারি ভর্তুকির সম্ভাবনা রাখা হয়েছে।
এছাড়া সব সরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সুবিধা বাধ্যতামূলক করা হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রণোদনা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে।
এনসিপির ৩৬ দফা ইশতেহারে মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির অঙ্গীকার