Web Analytics

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে তার নির্বাচনি হলফনামায় ঘোষিত আয় ও সম্পদ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই প্রচারণা সত্য উদঘাটনের চেয়ে একজন স্বচ্ছ রাজনীতিবিদকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানোর রাজনৈতিক প্রয়াস। তিনি ব্যাখ্যা করেন, হলফনামায় উল্লেখিত ১৬ লক্ষ টাকার বাৎসরিক আয় ২০২৪–২০২৫ অর্থবছরের মোট আয়, যার মধ্যে সাত মাস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় বেতন পেয়েছেন এবং পরবর্তীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে বৈধ আয় করেছেন।

নাহিদ ইসলাম জানান, তার মোট সম্পদ ৩২ লক্ষ টাকা, যা ২৭ বছরের সঞ্চয়, উপহার ও বৈধ আয়ের সমষ্টি। তিনি বলেন, তার কোনো জমি, ফ্ল্যাট বা গাড়ি নেই এবং ব্যাংক অ্যাকাউন্ট মাত্র দুটি—সবই হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ আছে। পেশা সংক্রান্ত বিভ্রান্তিও তিনি প্রত্যাখ্যান করেন, জানিয়ে দেন যে তিনি বর্তমানে একটি টেক ফার্মে পরামর্শক হিসেবে কাজ করছেন।

তার দাবি, তার আয় ও সম্পদের প্রতিটি তথ্য আয়কর রিটার্ন ও আইনি নথির মাধ্যমে যাচাইযোগ্য, এবং এই অপপ্রচার মূলত তার স্বচ্ছ রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা।

07 Jan 26 1NOJOR.COM

নির্বাচনি হলফনামা ঘিরে আয় ও সম্পদ বিষয়ে অপপ্রচার অস্বীকার করলেন নাহিদ ইসলাম

Person of Interest

logo
No data found yet!