লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় ভারত সীমান্তে চোরাচালান করতে গিয়ে তিন চোরাচালানকারী ও দুটি মোটরসাইকেল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬ তারিখে নাজিরগোমানি সীমান্তে গরু পারাপারের সময় তাদের আটক করা হয়।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাজিরগোমানি সীমান্তের ৮৬৮/৫ এস পিলারের কাছে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা ইসলামপুর এলাকার বাসিন্দা—মো. আব্দুল জলিল, মো. মহিদুল ইসলাম ও আবেদার আলী। আটক মোটরসাইকেলসহ জব্দকৃত মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, বিজিবি একটি চোরাচালান মামলা দায়ের করে আটক তিনজন ও জব্দ মালামাল থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে তাদের আইনানুগভাবে জেল হাজতে পাঠানো হবে।
পাটগ্রাম সীমান্তে তিন চোরাচালানকারী ও দুটি মোটরসাইকেল আটক করেছে বিজিবি