হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছেন মো. জসিম উদ্দিন নামের এক আইনজীবী। এর আগে পাঠানো হয়েছিল আইনী নোটিশ, জবাব পাননি বলে জানান আইনজীবী। প্রসঙ্গত, মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়াতে দায়ের করা রিট খারিজ হওয়ার পর সারজিস আলম ফেসবুকে লিখেছিলেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?’ একেই আদালত অবমাননা হিসেবে নিয়েছেন আইনজীবী জসিম উদ্দিন।
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছেন মো. জসিম উদ্দিন নামের এক আইনজীবী।