পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে লুট হওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকার একটি বাঁশঝাড় থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় জেলা গোয়েন্দা পুলিশ, ঈশ্বরদী থানা, পাকশী ও রূপপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে এবং সেগুলো বর্তমানে ঈশ্বরদী থানার হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার ওই এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে গুলিবর্ষণ, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটে, যাতে অর্ধশতাধিক কর্মী আহত হন। সংঘর্ষে প্রায় পঞ্চাশটি মোটরসাইকেল ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে লুট হওয়া নয় মোটরসাইকেল উদ্ধার