আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে সমালোচনা করে বলেছেন, তিনি ১৭ বছর দেশে ছিলেন না এবং এই সময়ে দেশে কী ঘটেছে তা জানেন না। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির আয়োজনে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে মাহমুদুর রহমান শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না এবং দেশে ফিরে এসে জানার চেষ্টা করেননি। তিনি আওয়ামী লীগের লোকজন ও ভারতীয় পক্ষের কথাকেই ইতিহাস হিসেবে ধরে নিয়েছিলেন, যার ফলে তিনি ব্যর্থ হয়েছিলেন বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান।
তিনি তারেক রহমানকে সতর্ক করে বলেন, আপনি আপনার সহযোগী ও নতুন মিডিয়া বন্ধুদের কথাই শুনছেন, কিন্তু বাংলাদেশের গত ১৭ বছরের প্রকৃত ইতিহাস তা নয়। ভবিষ্যতে এমন কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তিনি সেই ইতিহাস তুলে ধরবেন বলে জানান।
১৭ বছর দেশে না থাকায় তারেক রহমান বাস্তবতা জানেন না, মন্তব্য মাহমুদুর রহমানের