মহান আল্লাহ, কোরআন ও ইসলাম নিয়ে বাউল আবুল সরকারের কটূক্তির অভিযোগে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর পল্টন জোনের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে বিপুল সংখ্যক তৌহিদী জনতা অংশ নেন। হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, আবুল সরকারের বক্তব্য মুসলমানদের ঈমানের ওপর আঘাত এবং এটি কোনোভাবেই সহ্য করা হবে না। বক্তারা সরকারকে সতর্ক করে বলেন, যদি আবুল সরকারের বিচার না হয় এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হয়, তবে তারা রাজপথে নেমে দেশ অচল করে দেবেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে বিজয়নগর পর্যন্ত গিয়ে শেষ হয়। ঘটনাটি দেশে ধর্মীয় সংবেদনশীলতা ও উত্তেজনা পুনরায় উসকে দিয়েছে।
বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে ঢাকায় হেফাজতে ইসলামের বিক্ষোভ