গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৬০ জন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮৮ ফিলিস্তিনি। এর মধ্যে দক্ষিণ রাফায় মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের কাছে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ফলে ২৩ সালে যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৪ হাজার ৯২৭ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ ২৬ হাজার ২২৭ ফিলিস্তিনি।