বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস)-এর সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান বলেছেন, বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত আইনগতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য। ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশনের এক অধিবেশনে তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতকে বাংলাদেশের আইনগত প্রক্রিয়াকে সম্মান জানিয়ে বিলম্ব ছাড়াই হাসিনাকে ফেরত পাঠানো উচিত। তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিয়ম ও পারস্পরিক আইনি সম্মান বজায় রাখলে নয়াদিল্লির উচিত হবে বাংলাদেশের অনুরোধে সাড়া দেওয়া। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়। রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার ভারতকে তাদের অবিলম্বে হস্তান্তরের আহ্বান জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, দণ্ডিতদের আশ্রয় দেওয়া ন্যায়বিচারের পরিপন্থি ও অমিত্রসুলভ আচরণ হিসেবে বিবেচিত হবে।
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের পর শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতকে আহ্বান জানাল বাংলাদেশ