শহিদ আবরার ফাহাদ হত্যার ঘটনায় উচ্চ আদালত ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন। জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার দ্রুত এই রায় কার্যকরের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে এমন প্রত্যাশা করেন। বিবৃতিতে বলা হয়, বুয়েট শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নিষ্ঠুর ও পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। রায় দ্রুত কার্যকর হলে ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায়বিচার পাবে। বিচারের ক্ষেত্রে আরেকটি মাইলফলক তৈরি হবে ইনশাআল্লাহ!
আবরার হত্যার রায় দ্রুত কার্যকর চায় জামায়াত