ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসায় প্রায় ৩০ জন কিশোর-তরুণকে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিওটি ৬ জানুয়ারি বিকেলে ধারণ করা হয়, যেখানে দেখা যায় ৮ থেকে ২০ বছর বয়সী কিশোরদের বহিরাগত উল্লেখ করে শাস্তি দিচ্ছেন সর্বমিত্র চাকমা।
ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন। শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া বলেন, এমনটি ঘটলে তা নিয়মবহির্ভূত ও ক্ষমতার অপব্যবহার। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, তিনি ভিডিও সম্পর্কে অবগত নন, তবে মাঠে খেলতে হলে অনুমতি নিতে হয়। ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, কোনো প্রতিনিধির বলপ্রয়োগের অধিকার নেই এবং অনধিকার চর্চা হলে ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করে তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
ঢাবি মাঠে কিশোরদের শাস্তি দেওয়ার অভিযোগে ডাকসু সদস্য বিতর্কে