জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৮টির ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়েছেন এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট। ফলে রিয়াজুল ৬ ভোটে এগিয়ে আছেন।
বিভিন্ন বিভাগের ফলাফলে দেখা গেছে, অনুজীববিজ্ঞান বিভাগে রিয়াজুল ৮৭ ও রাকিব ৪৬ ভোট পেয়েছেন, তবে ফিন্যান্স বিভাগে রাকিব ২৩১ ভোট পেয়ে রিয়াজুলের (১৩৮ ভোট) চেয়ে এগিয়ে আছেন। কম্পিউটার সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভূগোল, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগে দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান ভিন্ন ভিন্ন ছিল।
মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনার মেশিনে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে গণনা সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে সমস্যা সমাধান করে দীর্ঘ বিরতির পর পুনরায় গণনা শুরু করে নির্বাচন কমিশন।
জকসু নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী ৬ ভোটে এগিয়ে