বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সারা দেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, সভা শোক র্যালি দোয়া মাহফিল অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। এ উপলক্ষ্যে মঠবাড়িয়ায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, গফরগাঁওয়ে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ হয়েছে। খাগড়াছড়িতে শোক র্যালি, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা ও বইমেলা হয়েছে। জয়পুরহাটে জেলা কৃষক দলের উদ্যোগে ৫০০ জনের মধ্যে গাছের চারা বিতরণ ও জেলা জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন, তারুণ্যের শক্তিতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়