গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে তালা দিয়ে রেখেছিলেন বাড়ির মালিক। এরই মধ্যে আগামী ৯ আগস্ট দলের প্রধান নুরুল হক নুর রাজশাহী আসতে চেয়েছেন। দলীয় কার্যালয়েও যেতে পারেন। এ অবস্থায় পুলিশের সহযোগিতায় রাজশাহীতে খোলা হয়েছে গণঅধিকার পরিষদের কার্যালয়। বাড়ির মালিক বলছেন, খেলোয়াড়রা থাকবেন বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। কয়েক মাস পর তারা দেখেন সেখানে রাজনৈতিক দলের সাইনবোর্ড। অফিসে কেউ আসতেন না, তারা ভাড়াও পেতেন না। তাই জিনিসপত্র চুরির ভয়ে সম্প্রতি তারা বাড়িতে আগের তালার ওপরে তালা মেরে দেন। গণঅধিকার পরিষদের নেতারা দাবি করেন, চার মাস তারা কার্যালয় ব্যবহার করতে পারেননি। এজন্য ভাড়া দিতে পারবেন না। তবে তারা বিদ্যুৎ বিল দেবেন।
ভাড়া না পেয়ে তালা দেন বাড়ির মালিক, পুলিশ এনে খোলা হলো গণঅধিকারের কার্যালয়ের তালা।