পিস্তল, রিভলবার, রাইফেল, শটগানসহ সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, ব্যক্তিগত পিস্তল বা রিভলভারের লাইসেন্স ফি ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা এবং নবায়ন ফি ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। বন্দুক, শটগান ও রাইফেলের ফি ২০ হাজার থেকে ৪০ হাজার এবং নবায়ন ফি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র লাইসেন্সের জন্য এখন ন্যূনতম ৫ লাখ টাকার আয়কর দিতে হবে, যা আগে ছিল ৩ লাখ টাকা। এর আগে আওয়ামী লীগের আমলে দেওয়া পাঁচ হাজারের বেশি লাইসেন্স বাতিল করে বর্তমান সরকার। লুট ও অগ্নিসংযোগে অনেক বৈধ অস্ত্র ধ্বংস হয়ে যাওয়ার ঘটনাও উঠে এসেছে।
পিস্তল, রিভলবার, রাইফেল, শটগানসহ সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।