নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ.কে.এম সিরাজ উল্যাহ’র বাড়িতে চোর সন্দেহে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মো. লুৎফুর রহমান ওরফে লাতু (৫৯) ছিলেন সিরাজ উল্যাহ’র বাড়ির কেয়ারটেকার এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। নিহত দিনমজুর মো. আলাউদ্দিন (২৬) ২০২৪ সালের ১ মে রাতে মারধরের শিকার হন এবং ৬ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজনৈতিক প্রভাবের কারণে প্রথমে মামলা দায়ের করা যায়নি, পরে নিহতের মা নুরজাহান বেগম আদালতের মাধ্যমে হত্যা মামলা করেন। পিবিআই ৩৬ দিন পর লাশ উত্তোলন করে ময়নাতদন্ত সম্পন্ন করে। মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উল্যাহ এখনও পলাতক রয়েছেন এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে দিনমজুর হত্যা মামলায় পিবিআই এক আসামি গ্রেপ্তার করেছে