Web Analytics

দুদিনে চারবার ভূমিকম্পে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সরকার ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের জন্য একটি আগাম সতর্কীকরণ মোবাইল অ্যাপ তৈরির পরিকল্পনা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভূমিকম্পের প্রায় ১০ সেকেন্ড আগে সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা চালুর চিন্তা চলছে। তিনি নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের ওপর গুরুত্ব দেন, বিশেষ করে নগর এলাকায় খোলা জায়গার অভাবের বিষয়টি উল্লেখ করেন। সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, বড় ধরনের ভূমিকম্পে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচিবালয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক কোর কমিটির সভা শেষে এই পরিকল্পনার কথা জানানো হয়।

23 Nov 25 1NOJOR.COM

সাম্প্রতিক ভূমিকম্পে আতঙ্কের পর আগাম সতর্কীকরণ অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!