ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের নৌবাহিনী যেকোনো ধরনের আগ্রাসন বা হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, নিজস্ব সক্ষমতা ও জিহাদি চেতনার ওপর নির্ভর করেই ইরানের নৌবাহিনী কৌশলগত শক্তি অর্জন করেছে। মুসাভি জানান, পারস্য উপসাগর, ওমান সাগর ও ইরানের আঞ্চলিক পানিসীমায় টেকসই নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর নৌ ইউনিট ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এই সহযোগিতাকে একটি কৌশলগত ও বুদ্ধিদীপ্ত প্রতিরোধের মডেল হিসেবে বর্ণনা করেন, যা ইরানকে যেকোনো হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া জানাতে সক্ষম করেছে।
ইরানের নৌবাহিনী যেকোনো আগ্রাসন বা সামুদ্রিক হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন মুসাভি