প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ন্যায়ভিত্তিক, সমতা-পূর্ণ ও মানবিক মর্যাদার সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শনিবার (২৪ জানুয়ারি) সিলেট নগরীর মেম্দিবাগ ক্রীড়া কমপ্লেক্সে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, গত ১৬ বছর বাংলাদেশ এক ব্যক্তির ফ্যাসিবাদী শাসনে অন্ধকারে নিমজ্জিত ছিল এবং সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছিল। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ঐকমত্যে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়া ছাড়া বিকল্প নেই। এতে মত প্রকাশের অধিকার সমুন্নত থাকবে।
মনির হায়দার বলেন, একসময় দাড়ি-টুপি পরিহিত আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া হতো এবং তারা ভয়ভীতিতে চলাফেরা করতেন। তিনি বলেন, ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করা সকলের ঈমানি ও নৈতিক দায়িত্ব। সভায় বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সভাপতিত্ব করেন।
গণভোটে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইমামদের ভূমিকার আহ্বান জানালেন আলী রীয়াজ