দোহায় আরব-ইসলামিক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হামাসের আলোচক দলের ওপর ইসরাইলের হামলাকে ‘দস্যুতার নতুন মাত্রা’ বলে নিন্দা জানান। তিনি নেতানিয়াহুর সরকারকে গণহত্যা ও অস্থিতিশীলতার অভিযুক্ত করে ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক আইনি পদক্ষেপের আহ্বান জানান। এরদোগান কাতারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে সহযোগী দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেন এবং ১৯৬৭ সালের সীমারেখায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের অঙ্গীকার করেন।
দোহা সম্মেলনে ইসরাইলকে তীব্র সমালোচনা করলেন এরদোগান, ফিলিস্তিন ও কাতারের পাশে থাকার অঙ্গীকার