দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অগ্রগতি জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, গত ১৩ ডিসেম্বর থেকে যৌথবাহিনী সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করছে। গত এক সপ্তাহে এই অভিযানে ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব তথ্যের বিস্তারিত তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের চলমান পদক্ষেপ নিয়ে জনমনে আগ্রহ বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংবাদ সম্মেলন সরকারের নিরাপত্তা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে সহায়ক হতে পারে।
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ও আইনশৃঙ্খলা অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডাকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়