Web Analytics

বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে পাকিস্তানের করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। ইসলামাবাদের ফরেন সার্ভিসেস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি জানান, সরাসরি এই রুটে ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, বিমানের ফ্লাইটগুলো ভারতীয় আকাশসীমা ব্যবহার করবে, যেমন ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে। তবে ভারতের পাকিস্তানের ওপর চলমান আকাশসীমা নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানি বিমান সংস্থাগুলোর পক্ষে শিগগিরই ঢাকা রুটে ফ্লাইট চালু করা সম্ভব নয়। হাইকমিশনার আরও বলেন, সরাসরি যোগাযোগের অভাব দক্ষিণ এশিয়ার উন্নয়নের বড় বাধা এবং আঞ্চলিক সহযোগিতাই টেকসই অগ্রগতির একমাত্র পথ।

04 Dec 25 1NOJOR.COM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করবে বাণিজ্য বাড়াতে

Person of Interest

logo
No data found yet!