বিশিষ্ট বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে গাজামুখী ‘কনশানস’ জাহাজ থেকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। বুধবার সকালে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলি দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। তিনি বিশ্ববাসীকে ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান। ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল জানায়, নয়টি জাহাজ ও শতাধিক কর্মী নিয়ে গঠিত ফ্রিডম ফ্লোটিলা গাজা অবরোধ ভাঙার চেষ্টা করেছিল, তবে ইসরায়েলি নৌবাহিনী তা ব্যর্থ করে দেয়। আটক জাহাজ ও যাত্রীদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং শিগগিরই বহিষ্কার করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল এই ফ্লোটিলা, যার উদ্দেশ্য ছিল গাজার মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আনা।
গাজামুখী পথে ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হওয়ার আগে ‘কনশানস’ জাহাজে শহিদুল আলম।