বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। শনিবার দুপুরে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত ওই নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাহদী হাসানকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় তার কিছু বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হয়, যা সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে কেন্দ্রীয় কমিটি মনে করে।
দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত নোটিশে মাহদী হাসানকে তার বক্তব্যের কারণ ব্যাখ্যা করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের কাছে দপ্তরের মাধ্যমে জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মাহদী হাসান সংগঠনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ নেতা মাহদী হাসান সাময়িকভাবে স্থগিত