দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে ব্লুমফন্টেইন ও বোটশাবেলোর মধ্যে এন-৮ মহাসড়কে একটি ইন্টারস্টেট বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) ভোরে ম্যান্ডেলা ভিউ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ফ্রি স্টেট রোড ইনসিডেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান সিফো তোয়া জানান, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর এবং সবাইকে পেলোনোমি ট্রমা ইউনিটে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। এটি এ বছরের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার এন-৮ মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ১০ নিহত ও ৩১ জন আহত