Web Analytics

ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার বিলম্বে ক্ষোভ জানিয়ে রোববার দুপুরে শিক্ষাভবন ও শাহবাগ মোড় অবরোধ করেন। দুপুর ১টার দিকে শিক্ষাভবন মোড়ে অবস্থান নেন তারা, এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা দ্রুত অধ্যাদেশ জারি ও প্রস্তাবিত ‘স্কুলিং মডেল’ বাতিলের দাবি জানান। আন্দোলনকারীদের অভিযোগ, খসড়া অধ্যাদেশের স্কুলিং মডেল উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো নষ্ট করবে এবং প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থীর পরিচয় ও একাডেমিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলবে। শিক্ষা মন্ত্রণালয় আগেই সাত কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্তের কথা জানালেও শিক্ষার্থীরা বলছেন, বাস্তব অগ্রগতি নেই। মন্ত্রণালয় শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। দীর্ঘসূত্রিতা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট পক্ষ।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।