জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার বলেন, ‘১৬ ও ১৭ এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবান রেমাক্রি মুখ এলাকায় অনুপ্রবেশ করে স্থানীয় "উপজাতিদের" নিয়ে জলকেলি উৎসব পালন করে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।' পরওয়ার বলেন, ‘উৎসবের সচিত্র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। এ ঘটনা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর মারাত্মক হুমকি। তিনি প্রশ্ন রাখেন, ‘ওই সময় আমাদের সরকার, বিজিবি ও সশস্ত্র বাহিনী কী করছিল? এটা বর্তমান সরকার ও সামরিক বাহিনীর জন্য চরম ব্যর্থতা। তিনি এর জবাবদিহিতা চেয়েছেন।
বাংলাদেশের সীমানায় আরাকান আর্মির অনুপ্রবেশে জামায়াতের উদ্বেগ