মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের লিটুখান বাজারে দুই দোকানদার অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ করেছেন। এক চা দোকানদার জানান, দোকানে মাত্র একটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করলেও চলতি মাসে তার হাতে এসেছে ৫৫ হাজার ৫৫০ টাকার বিল। অপর এক খাবারের দোকানদার, যিনি সাধারণত ৬০০ থেকে ৮০০ টাকার বিল দেন, এবার পেয়েছেন ২৪ হাজার ২১৬ টাকার বিল।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দোকানদাররা জানান, পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলে তাদের অফিসে যেতে বলা হয়। টঙ্গীবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার আব্দুস ছালাম জানান, মিটার রিডিং বা বিলিং সিস্টেমে ত্রুটি থাকতে পারে এবং বিষয়টি সরেজমিনে তদন্ত করে সমাধান করা হবে।
এ ঘটনায় গ্রামীণ বিদ্যুৎ বিলিং ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা ভবিষ্যতে আরও তদন্তের দাবি রাখে।
মুন্সীগঞ্জে চা দোকানদারদের অস্বাভাবিক বিদ্যুৎ বিল, অভিযোগ বিলিং ত্রুটির