Web Analytics

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তার এই বক্তব্য আসে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার একদিন পর।

ডিএমপি কমিশনার বলেন, হামলার ঘটনায় পুলিশ মূল সন্দেহভাজনকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তিনি তদন্তের স্বার্থে সন্দেহভাজনের নাম প্রকাশে অপারগতা জানান এবং জনগণের সহযোগিতা কামনা করেন।

ঘটনাটি নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীতে নজরদারি ও নিরাপত্তা জোরদার করছে, যাতে নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হয়।

14 Dec 25 1NOJOR.COM

ওসমান হাদির ওপর হামলার পর প্রার্থীদের নিরাপত্তা জোরদার করছে ডিএমপি

Person of Interest

logo
No data found yet!