রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়ে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে রাশিয়া শক্তি প্রয়োগ করে ডনবাসের অবশিষ্ট অংশ দখল করবে অথবা ইউক্রেনীয় সেনাদের সরে যেতে হবে। বর্তমানে ডনবাসের প্রায় ৮৫ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনায় ডনবাসের অবশিষ্ট অঞ্চল রাশিয়াকে দেওয়ার বিষয়টি ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো প্রত্যাখ্যান করেছে। পুতিন জানান, কিছু প্রস্তাবে রাশিয়া সম্মত হলেও কিছু বিষয়ে আপত্তি রয়েছে, তবে বিস্তারিত জানাননি। সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের সাফল্যের পর রাশিয়ার অবস্থান আরও দৃঢ় হয়েছে।
শান্তি আলোচনায় অচলাবস্থার মধ্যে ডনবাস দখলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি পুতিনের