পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের ২০০ মিটারের মতো অংশ পদ্মা নদীতে ধসে পড়েছে। ভাঙনের হুমকিতে পড়েছে ৪টি গ্রামের অন্তত ৬০০ পরিবার। ইতোমধ্যে ১৩টি বসতঘর ও ২টি দোকান সরিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এমন ভাঙনের কারণ পদ্মা নদীতে পানি ও স্রোত বৃদ্ধি পাওয়া। জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে নাওডোবার জিরো পয়েন্ট এলাকার বাঁধে ভাঙন দেখা দেয়। এরপর গত শনিবার সকালে আবার বাঁধের ২০০ মিটারের মতো অংশ ভেঙে নদীতে ধসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সম্ভ্যাব্য ক্ষতিগ্রস্তরা। তবে নির্মাণ কাজ চলছে।
পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের ২০০ মিটারের মতো অংশ পদ্মা নদীতে ধসে পড়েছে। ভাঙনের হুমকিতে পড়েছে ৪টি গ্রামের অন্তত ৬০০ পরিবার।