Web Analytics

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)-এর শর্ট-টার্ম এনার্জি আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন আরও বাড়বে। প্রতিবেদনে জানানো হয়, পরিশোধিতসহ মোট জ্বালানি উৎপাদন গড়ে দৈনিক ১০ কোটি ৬০ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে, যা আগের পূর্বাভাসের চেয়ে এক লাখ ব্যারেল বেশি। বৈশ্বিক ব্যবহারও বেড়ে দৈনিক ১০ কোটি ৪১ লাখ ব্যারেলে দাঁড়াতে পারে। সরবরাহ বেশি থাকায় ২০২৬ সাল পর্যন্ত বৈশ্বিক তেলের মজুদ বাড়তে থাকবে এবং ওই সময় তা ৩১৮ কোটি ব্যারেলে পৌঁছাতে পারে। ইআইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ব্রেন্ট তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৬৮ ডলার ৭৬ সেন্টে নেমে আসবে, যা গত বছরের তুলনায় কম। যুক্তরাষ্ট্রে তেল উত্তোলন রেকর্ড ১ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ব্যারেল দৈনিক হতে পারে, যদিও ২০২৫ ও ২০২৬ সালে তা সামান্য হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

15 Nov 25 1NOJOR.COM

২০২৪ সালে বৈশ্বিক তেল উৎপাদন বাড়বে, যুক্তরাষ্ট্রে রেকর্ড উত্তোলনের সম্ভাবনা

Person of Interest

logo
No data found yet!