জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এক ইফতার মাহফিলে দেশবাসীকে অনুরোধ করেছেন, কেউ যাতে এমন কাজ না করে, যার মাধ্যমে শহিদের রক্তের সঙ্গে বেইমানি হয়। তিনি আরো বলেন, তার দল শহীদদের নিয়ে রাজনীতি করে না, করবেও না, শহীদদের জাতীয় সম্পদ মনে করে। এ সময় শফিকুর রহমান এবারের ঈদ শহিদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে পালনের ঘোষণা দেন। তিনি বলেন, শহিদদের নিয়ে প্রকাশিত শহিদ স্মরণিকা ঈদের পরপরই প্রত্যেক শহিদপরিবারে পৌঁছানো হবে।