Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিশেষ অভিযানে তিনটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকার পাগলা নদীর তীরে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অভিযানটি পরিচালনা করে। আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৩/৪ এস থেকে প্রায় ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। বিজিবির ধারণা, এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সীমান্তে আনা হয়েছিল। শনিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান। তিনি আরও বলেন, গত তিন বছরে মহানন্দা ব্যাটালিয়ন ৩০টি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন জব্দ করেছে।

28 Nov 25 1NOJOR.COM

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

Person of Interest

logo
No data found yet!