বুধবার দুপুরে সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বিক্ষোভে নামেন। দুপুর আড়াইটার দিকে প্রায় ৩০০ থেকে ৪০০ কর্মচারী অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় গিয়ে অর্থ উপদেষ্টার দপ্তর ঘেরাও করেন। বিকেল চারটা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দাবি আদায়ের আহ্বান জানান।
আন্দোলনকারীরা জানান, এর আগে রেশন সুবিধা ও মহার্ঘ্য ভাতা বাস্তবায়নের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। নতুন পে-কমিশন গঠনের পরও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে অর্থ উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। এক ব্যক্তিগত কর্মকর্তা বলেন, সচিবালয়ের কর্মচারীরা মন্ত্রী ও সচিবদের মতো দীর্ঘ সময় কাজ করলেও অন্যান্য দপ্তরের মতো অতিরিক্ত ভাতা পান না।
এই অবরোধ কর্মসূচি সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে। দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০ শতাংশ ভাতার দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে কর্মচারীদের বিক্ষোভ