গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফাহের কাছে টানেলে ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে ৪০ জনেরও বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছেন বলে রোববার জানায় ইসরাইল। গত সপ্তাহে পরিচালিত এই অভিযানে হামাসের ভূগর্ভস্থ টানেল রুটগুলো ধ্বংস করা হয়। ইসরাইলি সেনাবাহিনী জানায়, গত ৪০ দিন ধরে পূর্ব রাফাহ এলাকায় তারা অভিযান চালাচ্ছে, যার লক্ষ্য টানেলে লুকিয়ে থাকা যোদ্ধাদের নির্মূল করা। এর আগে শনিবার সেনারা টানেল থেকে বেরিয়ে আসা চারজন হামাস সদস্যকে হত্যা করে। অভিযানে হামাসের বেশ কিছু অবকাঠামোও ধ্বংস করা হয়েছে। এএফপি সূত্রে জানা গেছে, দক্ষিণ গাজার টানেল নেটওয়ার্কে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের বিষয়ে আলোচনা চলছে। এদিকে হামাস মধ্যস্থতাকারী দেশগুলিকে ইসরাইলকে নিরাপদ পথের অনুমতি দেওয়ার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে, যা পরিস্থিতি নিয়ে তাদের প্রথম প্রকাশ্য স্বীকারোক্তি।
রাফাহে টানেল অভিযানে ৪০ জনের বেশি হামাস যোদ্ধা নিহত, গাজায় ইসরাইলি অভিযান জোরদার