সুদানের আবে’ই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী সবুজ মিয়াকে গাইবান্ধার পলাশবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার দুপুরে হেলিকপ্টারে করে তার মরদেহ তুলশীঘাট হেলিপ্যাডে পৌঁছালে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিজ গ্রাম ছোট ভগবানপুরে নেওয়া হয়। বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন সম্পন্ন হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কর্মকর্তারা এবং উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। নিহত সবুজ মিয়া ছিলেন স্থানীয় হাবিবুর রহমান ও ছকিনা বেগমের পুত্র। তার মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্ত্রী নুপুর আক্তার ও মা ছকিনা বেগম কান্নায় ভেঙে পড়েন।
গত ১৩ ডিসেম্বর বিকেলে সুদানের কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ড্রোন হামলায় দায়িত্ব পালনরত অবস্থায় সবুজ মিয়াসহ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। সরকার ও সেনাবাহিনী এই হামলার নিন্দা জানিয়ে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে।
সুদানে নিহত শান্তিরক্ষী সবুজ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন