Web Analytics

প্রতিবেশী ইরানের বিরুদ্ধে কোনো হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছে আজারবাইজান। বৃহস্পতিবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে এ কথা জানান। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বায়রামভ সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইরান ও আশপাশের অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন পদক্ষেপ থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক আইনের নিয়ম ও নীতিমালা অনুসারে সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানই একমাত্র পথ। আজারবাইজান সব সময় এই নীতির পক্ষে অবস্থান নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে এবং ইরান আলোচনায় না বসলে পরবর্তী হামলা আরও ভয়াবহ হবে।

31 Jan 26 1NOJOR.COM

ইরানে হামলায় ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা আজারবাইজানের

Person of Interest

logo
No data found yet!