চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। তবে শরীফুল ইসলাম টিম টেক্টরকে আউট করে প্রথম সাফল্য এনে দেন, পরের বলেই মোস্তাফিজুর রহমান হ্যারি টেক্টরকে ফিরিয়ে দেন। এরপর লেগ স্পিনার রিশাদ হোসেন লোরকান টাকার (১) ও কার্টিস ক্যাম্ফারকে (৯) আউট করে আয়ারল্যান্ডকে আরও চাপে ফেলেন। ১২ ওভার শেষে ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আয়ারল্যান্ড। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের দিকটি স্পষ্টভাবে স্বাগতিকদের পক্ষে চলে যায়।
রিশাদের ঘূর্ণিতে চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ