সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশ আয়োজনের পর মাঠ পরিষ্কার করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় ব্যাপক জনসমাগম হয়, ফলে ময়লা জমে। সমাবেশ শেষে শাহবাগ থানা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, পুরো মাঠ পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ।
সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশ আয়োজনের পর মাঠ পরিষ্কার করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।