সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়া লামিয়া খাতুন (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে আওয়ামী লীগ নেত্রী রূপা রহমানের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটির হাত বাঁধা অবস্থায় ছিল। এছাড়া গলায় গামছা পেচানো এবং নাক ও মুখে সাদা টেপ লাগানো ছিল। জানা গেছে, লামিয়ার পিতা মাতা চাকরিসূত্রে ঢাকায় থাকেন। আর লামিয়া তার এক বোন নিয়ে নানাবাড়িতে থাকতেন। গত মঙ্গলবার বিকাল থেকে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা জানান, রূপা রহমান গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক। পুলিশ বলছে, খুন করার আগে শিশুটিকে নির্যাতন করা হয়েছে।
শাহজাদপুরে নিখোঁজ হওয়া লামিয়া খাতুন (৪) নামে এক শিশুর লাশ আওয়ামী লীগ নেত্রী রূপা রহমানের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।